Friday, December 11, 2020

চলো দিল্লী – নভেম্বর ১৯৯২

 

একটি দেশের অনেক ভাষায় বাঁচার বহর মেলে

স্লোগান কিছু তুলি, কিছুর ছন্দ নিতে যাই;

চলো দিল্লী! হাওয়া ওঠে দেয়ালে হ্যান্ডবিলে

কথা কিছু বলি, কিছুর আভাস নিতে যাই।

 

টিকিট কেটে, বেটিকিটে, গালি খেয়ে ট্রেনে

অপমান যা সই আরো হদিশ নিতে চাই;

গুন্ডা-পুলিস-প্রশাসনের হামলাবাজি সয়ে

নিগড় কিছু ভাঙি কিছু বাজিয়ে দিতে যাই

 

রুটি বেঁধে, ঝান্ডা ব্যানার উড়াল কিম্বা আড়াল

খিদে যা, মেটাই, আরো চাগিয়ে নিতে যাই;

গানের দল, ধনুক, নাচ, তাশা, ঢোলে তুলি

জয়ের গান, সঙ্গে অনেক ব্যর্থতাও দাগাই

 

সাথে যায় উদাসিয়ানা, বৌ, ছেলে, মেয়ে

মায়া যা কাটাই, অনেক নতুন ফিরে পা;

হত্যা, জেল, পরোয়ানা, বুজরুকির কানুনের

ঘা কিছু সারাই, বাকি পুড়িয়ে নিতে যাই

 

যে গেল না তার আগামিকালটা নিয়ে গিয়ে

ঘুণ কিছু মারি, কিছু খুঁচিয়ে দিতে যাই।   

 

[১৯৯৬]





No comments:

Post a Comment