Friday, December 25, 2020

ছায়াহীনতার অবিরাম

কেন যে প্রতিদিন সকালে তাড়ার সময়
ভীড়ের রাস্তায় কেউ না কেউ এত ধীরে হাঁটে।
 
এ তো স্বীকৃত যে আমাদের ভালোবাসাগুলি
ঠিক তেমন নয় যাকে ভালোবাসা বলে
 
এই মহাবিশ্বের যা কিছু জানিনা তার পরিমাণ
জানার সাথে তাল রেখে বেড়েই চলেছে
 
যে পথে কোনো প্রাচীন গাছের গহীনে ফোটেনি অর্কিড
রোদের খিলানও ওঠেনি ... এত ধীরে হাঁটে মানুষ
 
সময় নেই যদি কিছু করে নিতে হয়
সময় নেই যদি কিছু করে যেতে হয়
সময় নেই যদি সব ভুলে যেতে হয়
সময় নেই যদি সব ফিরে পেতে হয়
 
পথে তবু কেন যে কিছু মানুষ ...
পিছন থেকে শুনলে বিরক্তির কোনো প্রকাশ
পাশ না দিয়ে দাঁড়িয়ে যায় বরং, ঘুরে তাকায়
যেন কিছু বুঝতে পারেনি
 
এত আস্তে হাঁটে তারা
যেন আমাদের ছায়ার নিরন্তরতার ফাঁকে ফাঁকে  
ছায়াহীনতার অবিরাম জেগে ওঠে
 
জানুয়ারি ১৯৯৪/৯৫ 



No comments:

Post a Comment