Friday, December 25, 2020

খবরগড়ের কথা

খবরগড়ের নবাবেরা চালান খবরকল,
সেই কলে ব্যস্ত তাঁদের কুশল কর্মীদল।
থাকে তাদের ভাবনায় বাদশাহী-মঙ্গল।
 
ফোটায় তারা খবর-শতদল!
বুনতে সেসব মারকাটারি সত্যকথার রোমাঞ্চ-চিত্র,
উড়োজাহাজ ছুঁয়ে আসে কেনেডি, দ্য-গল,
বেইজিং, হীথ-রো।
 
খবরগড়ের কলগুলোর দিনবচ্ছর কাবার
মুছতে দেশের অন্ধকার,
আলো করতে বসার ঘর,
শোয়ার ঘর, হোটেল ঘর, ব্রিজের নিচে তাঁবু ...
বাদশাহীর প্রজারা সব সেই আলোতে কাবু।
 
প্রতিদিনের জুলুমবাজির আর্তি,
বেড়ে গেলে, চাপা দিতে বিজ্ঞাপনের বাড়তি
পেয়ে বাজায় খবরকল দিব্যজ্ঞানের ঘন্টি
ঘন্টি শুনে বাদশা গলায় পরেন তুলসী কন্ঠি,
 
পুরোনো সেই রক্তখিদে যোগব্যায়ামে চেপে,
মিষ্টি মিষ্টি মনের কথা ফাঁদেন, ময়ুরকে দেন দানা,
খবরগড়ের নবাবেরা প্রজাদেরকে মিষ্টি-কড়া বকেন
এত ভালো বাদশা তোদের সইছে না আর, না?

 

ব্যাঙ্গালোর
২০.১১.২০

 


No comments:

Post a Comment