Saturday, August 23, 2025

সভাঘর

এক ঘরে বসার উষ্ণতা থেকে যায় বহুক্ষণ, 
বুকে তৈরি করে চাঁদ-ধরা উদ্যমের আলোড়ন,
কথোপকথনে সারা সপ্তাহের, ঘরটা ছড়ায়, 
কাজের আলোচনায় ছুটিরও বন্ধুত্ব বাড়ায়।

“সেদিনই তো কথা হল বৈঠকে, আগের শনিবার”
এবাক্যেই ঘরটা নৌকোর মত দুলে, ঠেলে দাঁড়;
সারাটা সপ্তাহ থেকে তালাবন্ধ, অপেক্ষায় ফেরে,
আলো জ্বলা সন্ধ্যায় জোটে মানুষ, সমস্যার জেরে।

বস্তুতঃ সভাঘরও সমস্যারই জের – সাময়িক!
মানুষের কর্মোদ্যমহীন হলে, খেদের বল্মীক। 

একটা কোনো বৈঠকী বন্ধুজনে গড়ে – রোধে ক্ষয়, –
একটা কিছু করার প্রকল্পে সুষুম্না ঋজু হয়,
ডানার ব্যথায় জাগে মনুষ্যধর্মের স্বত্বঋণ, 
সভাঘর হয় স্বপ্নার্দ্র মরাল, সংহত রুটিন।

২৩.৮.২৫

No comments:

Post a Comment