এভাবে
এক এক করে সবাই যদি চলে যান,
কাকে
সামনে বসিয়ে রেখে কিছু ফাঁদি বলুন তো?
আমি
আবার ওই স্বগতোক্তি কিছুতেই পারি না।
ডীপ
ক্লোজাপে দীর্ঘ মনোলগ … নিচু পার্শ্বসঙ্গীতে
বড়ো
পুরোনো ফ্ল্যাটবাড়ির ভেজাশুকনো বছর …
অথবা
কালো শহর ছাপিয়ে সাদা ওঠা শহর;
আমার
কণ্ঠস্বরে সময় –
একেবারে অসম্ভব।
ঘাপলা
বুঝতেই তো নাভিশ্বাস, সময়গুলোর!
জীবনে
ছোটোভাই থাকা ইস্তক স্বচ্ছন্দে ছিলাম।
কখনো
রাতে বাড়ি ফেরার মুখে কারো না কারোর
দরজা
ধরে দাঁড়িয়ে ঝাড়তাম শেষ বুলি গুলো।
ফেরার
পথে নক্ষত্র পেতাম রেলগেট পেরিয়ে
গাঢ়তর
আঁধারে হাওয়ায়; হাতে পুড়তো সিগ্রেট! …
কেমন
যেন নিজেই, উন্মাদ নিজেকে বাঁধি রাতে।
১.৮.২৫
No comments:
Post a Comment