Friday, September 23, 2022

ঝান্ডাসাথিন

তোমায় নিয়ে যখনি খুব 
দর্পে কিছু বলার থাকে 
আমি আমার ভাষায় ফিরি, 
সে ভাষা জানোও না, 
বোঝোও না, করব কী ? 

এ জমি তোমার ভাষার, মানছি। 
আমিও তো আছি! 
জন্মকম্ম সব এখানে, 
ভাষা বলতে তোমার যেমন, 
আমারটাতেও থাকি।

এই যেমন আশ্বিনের চাঁদিফাটা রোদে 
সমাবেশে আসছে প্রাণের সমারোহে, 
দিনবদলে বিশ্বাসের জয় –

দেখছি তোমায়, এ বয়সেও
খাড়া আছো, কোমরে হাত, 
পাকা সাদা চুল উড়ছে কালো রোগা মুখে, 
বুকে ব্যাজ, কাঁধে লাল 
                       ঝান্ডায় পরিচয়।

তোমার কথা বলতে তোমার
কাছেই হই অচিন –

যখন থাকি সারা দেশে
বা দুনিয়ায় তোমার পাশে, ... 
ঝান্ডাসাথিন!

২৩.৯.২২



No comments:

Post a Comment