Friday, September 2, 2022

কথান্তর

যখন স্টিমারে ডিসেম্বরের রোদে, চার দশক হল
ডেকে সিগ্রেট ফুঁকতে ফুঁকতে মাঝগঙ্গা পেরুচ্ছি,
পাশ কেটে যাচ্ছে বড় বিপজ্জনক একটা চড়া 
সে একরকম বলছে আমি অন্য কথা রেখে মনে
চুপ করে শুনে ভাবছি এ যে উল্টোদিকে হাঁটছে!
তাও কী বন্ধুত্ব দিল মুজফফরপুরে নতুন সংগঠন!
 
যেসময় কোলিয়ারির রেললাইন পেরুচ্ছি কাত্রাসে,
মাথা খাচ্ছি পাটনায় সাহেবদের ওর ওপর হওয়া
জুলুমের প্রতিকারে, তখনও ফোনে ও নিজের মত
সাকচি আমবাগান হোক বা বিষ্টুপুর বা ফ্ল্যাটটায়
গয়া বা কলকাতা বা গোমো, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ
ও এককথা বলেছে আমিও আরো কথান্তরে গেছি

এমনকি ওর ঘরে বসে ওর ঘরণীর দারুণ রান্নাও
খাওয়া থামিয়ে আমি একভাবে দেখিয়েছি দেশটা ও
অন্যভাবে; দুজনেরই বকুনি জুটেছে, থামো এবার!
সংগঠনটা অনেক বড় আজ, কত নতুন মুখে ভরা।
ভিন্ন ভাবনায় সঙ্গে থেকে লড়েছি, গত হয়েছে সে
গ্লানি হয় যে কী ভেবে আরো বাড়ালাম না কথান্তর!

৩.৯.২২


  

No comments:

Post a Comment