Saturday, September 17, 2022

ঢেউ

প্রতিবার ধাক্কায় উঁচু হয় ঢেউ, 
ঢেউয়ের শীর্ষ হয় জলের চাবুক –
প্রতিবার এগোতেই হাত বাড়ে হাতে, 
বদলের ভরসায় স্পষ্ট হয় মুখ।

প্রতিবার ধাক্কায় স্মিত হয় ফেনা, 
সরে যায় শৈবাল, ঘনায় লবণ –
প্রতিবার কাঁধে কাঁধ নতুন মানুষ; 
চোখের আকাশ পড়ে গুটির কাঁপন।

বাঁধের ফাটলে গাঁথনিতে দেয় ঢেউ, 
লোহার শিরদাঁড়ায় লবণের ক্ষয় – 
প্রতিবার পায়ে পায়ে পরিচয় বাড়ে, 
বেড়ে হয় কন্ঠে বান ডাকার অব্যয়।

১৮.৯.২২



No comments:

Post a Comment