Wednesday, September 21, 2022

অভ্যাস

গাছের পিছনে বাড়িটায়
রোদ্দুর পড়েছে গাছের চেয়ে বেশী।
বাড়ির ভিতরে মুখ –
আদ্ধেক জানালা,
আদ্ধেক গাছ।

দেশ নয়
শহর নয়
শুধু কয়েকটি পথ আমরা বাঁচি
আজীবন।
ঘুরে ফিরে সেই কয়েকটি পথ
যা এক জীবনে কুলোয়।

পরিচিত ঠেকগুলোর সাথে
বয়স বাড়ে 
কোণঠাসা হই।

দরজা খুললে পা থেকে মাথা অব্দি দাঁড়ায়
নতুন কন্ঠস্বর।

সমুদ্র দুইভাবে ডাকে।
দুইভাবে সাড়া দেওয়া
আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায়। 



No comments:

Post a Comment