Thursday, March 31, 2022

সিনেমা হলে

বসে পড়্‌!
সেই কখন থেকে জায়গাটা
ধরে রেখেছি বল্ তো!
ধাক্কার পর ধাক্কা এসেছে সময়ের
মুখে টর্চ মেরে,
অধিকার দাবি করে, 
ঘুষি বাগিয়ে, বন্ধুত্ব জাগিয়ে …

তোড়ের পর তোড়, বন্যার –
ডুবে গেছে ঘাটের শিউজি, হনুমানজি,
আবার নতুন চরে জেগেছে মৌরসিপাট্টার সাথে,
বালির পরতে হাওয়া ওঠে, চোখ জ্বলে!

রবারের ভেঁপুগুলো অনেক দুপুর নিয়ে রয়ে গেল, 
বাড়ি থেকে পসরা সাজিয়ে বাঁক ঘুরতেই 
জাদুকর হয়ে যাওয়া মানুষেরা 
রয়ে গেল সেই দুপুরে!
বাঁশে লপটানো 
চিনির লাট্‌ঠার জন্য মুখ সপসপ …
সবকিছু কি আর সময়ানুগ করে নেওয়া যায়? 
সজনেও না শুঁয়োপোকাও না!

বসে পড়্‌!
ভাগ্যিস লেট করল ট্রেনটা।
ভাগ্যিস সে সব কিছু হল
যা কখনো ভাবিনি হবে। 
ভাগ্যিস সে সব কিছুই সে ভাবে হল না
যেভাবে হবে ভেবেছিলাম। 
 
৩১.৩.২২


No comments:

Post a Comment