Wednesday, March 30, 2022

ডেন্ড্রাইট

ছাত শূন্য, পায়রাগুলো উড়েছে খাদ্য খুঁটে আজ সকালের।
এবার আসবে সন্তর্পণে মেধাবী বেড়াল, গলাটা উঁচিয়ে
নাগালের জানলাগুলোয় দেবে তীক্ষ্ণ উঁকিঝুঁকি খাদ্য পাবে?
মনোমত? স্নেহও পাবে কি? খাদ্য ও স্নেহের এই পাশবিক
বুভুক্ষাই কি বস্তুতঃ করে তোলে ঈষৎ হিংস্র-সন্ত্রস্ত চোখ?
তবু তো সে ডাকে, সবিরাম, জানালার সুবাস বুঝে কান্নায়;
এমনকি বেছে খায় মাছমাংসডিম, জৈবনিক প্রয়োজনে
ওরা তাও নয় ওই যে ছেলেরা, ভীড়ের ছায়াছন্ন কোটরে
রুমালের ভাঁজে ডেন্ড্রাইট আঠা, শুঁকছে চাখছে মাঝেমধ্যে!
চোখদুটো হিমাঙ্কের নিচে নিষ্প্রভ   মৃত্যুকে সহবাসে জানে।
আমরা কি বহুবিধ কঠিন ব্যাধির সাথে বাঁচতে শিখি নি?
তুলি নি রঙীন ছবি-ভিডিও, জেদে বাঁচার প্রেরণাসঞ্চারে?
মেনেছি তো কিছু রোগ মাত্রা আনে ভিন্ন বরং, জীবনের বোধে;
নেচেওছি রিয়্যালিটি শোএ, ব্যথা দেখিয়েছি, লুকোচ্ছি বুঝিয়ে।
মানতে বাধা কিসের ব্যাধিশাসিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দেশ;
অপরাধ অপরাধ নয়, অস্বাভাবিক ক্ষণের উন্মত্ত হিংস্রতা।
তাই শাস্তি নয়, পথে বরমাল্যে অভিষিক্ত ঘাতক, ধর্ষক
গর্বিত স্বাধীনতার অমৃত মহোৎসবে, উন্নয়নী যুগে।

৩১.৩.২২



No comments:

Post a Comment