Sunday, March 27, 2022

কমলদি

আচমকা অনেকে দেখে অনেক নৈসর্গিক মুহূর্ত বিরল।
ভোররাতের লোডশেডিং-এ আমি কয়েক মিনিট,
স্টেশন ভাগলপুর,
এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলাম
 
পশ্চিমে পৌষের ভরা চাঁদ
হাল্কা একটুকরো মেঘের আবরণে
পূবের রক্তাভাস মেখে বিহবল
 
কার মতো?
কমলের রহস্যের মতো!
যার সমাধান
জানি না শরতবাবু কেন আমাদের
করতে দিয়ে গিয়েছিলেন।
 
কথা ছিল,
আমরা যেখানে যাব, যতদূর
ততদূর ছড়াবে আমাদের ভাষার পটভূমি,
অতীতের প্রশস্ত উদ্যম, চিন্তার ভিয়েন।
 
কমল যে কমলদি, সেই করুণাধারার হাত ধরে
পেরোচ্ছি গুজরাট, পেরোচ্ছি গুড়গাঁও, রহস্যের
ছিন্নবিচ্ছিন্ন গুণকে
আরেকটা জীবন দেবে কে?  
  



No comments:

Post a Comment