Tuesday, March 22, 2022

নিজেদেরই দেশ

এখনো আছে রোদে, দিগন্তে ছড়িয়ে সে দেশ, যার
বেহদিশে হাঁটছিল ওরা কাজ বন্ধ, ডেরা নেই,
ট্রেন-বাস, খাদ্য-জল নেই, এমনকি পুলিশেরা
মারছে তাই নিঃশব্দে জঙ্গলের আড়ালে হাঁটছে
 
কখনো ভাবেনি দূর গ্রাম অব্দি দুঃস্বপ্ন-সফরে
চোখে পাবে হাজার মাইল ভিতছবি দিয়ে চলা
এক অভিযান; ভাবে নি, কষ্টে মুহ্যমান হয়েও,
শুনবে নীল পাহাড়ি ডাক যেন ঢোল, সোহরের।
 
তাই তো ঘুমিয়ে পড়েছিল লাইনে ক্লান্তিতে আর
মাশুলে রাঙিয়েছিল রক্তে নিজেদেরি রুটিগুলো।
 
আপাততঃ আবার রোজগারের তালাশে দৌড়োনো।
এখনো আছে রোদে, দিগন্তে সেই উপমহাদ্বীপ,
যার বেহদিশে ওরা হাঁটে মাঝেমধ্যে আনমনা,
ফুরসত পায় রুজির ঝক্কিঝামেলায় যখনি।

২৩.৩.২২


 

No comments:

Post a Comment