দু’পৃষ্ঠা ভরে চিঠি লেখা,
শেষ করেও
শেষটুকু না লিখে
উনিশরাত
পরে আবার
এখুনি
ফুরোনো স্মরণীয় দিনটার কথা লেখা …
কিছু ঠিকানা
আপন করে
রাখা;
স্বদেশের,
পৃথিবীর।
মাটিতে
কান পেতে
কয়েক শো
আকাশ দূরের
কোনো গলিতে
ডাকপিয়নের
সাইকেল শোনা রুদ্ধশ্বাসে
চৈতন্যে
তোলা সেখানকার
ব্যস্ত হাওয়ার মোচড়।
এ একটা
ভিন্ন যুগের পদচারণ, বন্ধু!
আমাদের
শরীরে।
গালিবের
বাতিদান, কোপারনিকাসের ডাইরি
অতৃপ্ত
হড়প্পা
বিদ্রোহিনী
নারীর দহন
যা আমরা
বাঁচিয়ে রেখেছি, রাখব –
দিনকে
দিনই বলব,
রাতকে
রাত,
তবু আমাদের
নিগূঢ়
সমাচারের না-দিন – না-রাত
কখনো শান্ত
হবে না
আকাশ সন্ধানে
ওড়াবো
নিত্যলিখনের পাঁচমিশেলি পাখি –
দিনযাপনের
কোলাজ,
কবিতার
জেরক্স,
কাটিং
খবরের কাগজের,
কলের জল
চলে যাওয়ার চিন্তা থাকবে প্যারাশেষে।
No comments:
Post a Comment