দেশ ভেঙেছিল, ভাঙতে পারেনি
সত্ত্বা।
প্রাণ চাপা ছিল বেহুঁশ ভ্রাতৃহত্যায়।
ভাঙার গল্প মিথ্যে করে তিন
বছরের মধ্যে
তাজা যৌবন রক্তে ঝরিয়ে চেতনার
নির্বন্ধে
বাংলা দিল সারা বিশ্বকে একুশে
ফেব্রুয়ারি –
আশার ধাত্রী মাতৃভাষা, ঝলসালো
তরবারি!
হাতে হাত রেখে চলতে পাইনি
ঠিক।
দুই ভুগোলের প্রশ্নযাপনে খুঁজছি
নতুন ঋক,
নতুন আত্মপরিচয় –
ইতিহাসের ভিন্ন বর্ত্মে রুখছি
মাথার ক্ষয়!
জন্ম থেকে পথে নেমে বার বার
একুশ হয়েছে মাতৃভাষার ধার।
ব্যাঙ্গালোর
২০.২.২১
No comments:
Post a Comment