Saturday, February 20, 2021

কৃষ্ণ, বড়ায়ীকে

হঠাৎ ফেরাও ভীড়ে যমুনাপারের।
যুগের পদাঙ্ক আঁকা সন্ধ্যার শ্যামল
আলোয় ধর আমার মুখ স্নেহময়ী
শুধাও, কেন আমার এ আত্মনিষেধ,
যাতনায় ভুলে থাকা বাল্যসখাদের,
শূণ্যতার ঢেউ দেওয়া রাধার দুচোখে।

হৃদয়ে আকাশী এক শিশু নাচে দূতী!
কালসাপ ছেঁড়ে, চায় রাক্ষসীর দুধ!
রাজার গারদে বোবা ইতিহাস খুঁজে
প্রজার পিঠের কশাঘাত রক্তে নিয়ে
চৈতন্যে করে উজল জীবনসংকেত।

কংসের নিয়তি আমি, এর ভিন্ন আজ
কিছু নই। সুধা মোর, রাধাকে জানিও
হবে শুধু তারি সাথে ভাগ চিরকাল।

১৩.৩.৯৩    



No comments:

Post a Comment