Friday, February 5, 2021

বাবরি মসজিদ

তুমিও আলেখ্য হয়ে, অতীত-মন্থনে
উঠেছিলে ভারতের মাতৃ-অভিমানে
সাগরিক, শ্যাম, প্রত্ন-উদ্ভিদ স্মৃতির
সৌম্য শিল্পধারা ছিল তোমারো নির্মাণে।

নীরব অহল্যা-সাধ ছিল প্রতি ইঁটে
স্পর্শ করুক শিশু ও প্রাজ্ঞ গবেষক,
সরযু তটের মানবিক রক্তে ঘামে
করুক অনুধাবন চারটে শতক।

অথচ কুটিল অঙ্ক শাসককুলের
লুন্ঠনে ভেদের মন্ত্রে, হিংসার জিগিরে
জাগাল তোমায় ঘিরে ক্লীবের হুঙ্কার।
সিংহাসনী ভেলকির মাদক তাড়নে
ধ্বংস হলে তুমি; তিরিশ বছর ধরে  
ধর্ম-বশীকরণের চলে বিষোদ্‌গার।

১৩.২.৯৪/২৩.১.২০    




No comments:

Post a Comment