Saturday, February 20, 2021

রাতের নিঃশ্বাস

চিরকালই শেষ সময়ে, তাড়াহুড়োর চোরাপথটা ধরি।
বিপদে পাই লোহার শিক, ছুঁচলো ভাঙা সিমেন্ট-পাথরকুচি,
অন্ধকার, বিষগাছড়া, পেচ্ছাপ আর পাঁকের গন্ধে নালা ...
যেন জিন, প্রজাতিদোষ ভিন শহরেও, এমনই খুঁজি পথ;
মজার কথা, পেয়েই তো হিন্দ এত ভাষার মগ্নতায় আপন। 

অন্ধকারে হোঁচট খেয়ে আমিই নই অন্য কেউও পড়ে,
এগিয়ে ধরতে কাঁধ, পাই অচিন হাসি, এটাই তো বিশ্ব!
একটা বাস ছাড়ল, যাক, পরেরটা কখন, দুশ্চিন্তায়
ভাবি, এখন নিয়মমাফিক চলায় জোর, আগে এর পরেই
ঢুকত নাকে নতুন বসতগুলোর রাতের রহস্যনিঃশ্বাস!

ব্যাঙ্গালোর
২৪.১.২১   

 

No comments:

Post a Comment