Saturday, February 20, 2021

বিকেল-জন্ম

একটু শুধু জায়গা আর সময়।  
সরঞ্জাম তো খুঁজেই নেয় চোখ।
কত নতুন খেলার আবিষ্কারে
শিশুর মাথায় সোনার হয় বিকেল!
 
আগে খোঁজে সাথী কেউ আছে?
না পেলেও একা আর এ জগৎ।
বিধি, সঙ্কেত, ডাক, স্পর্শ, দৌড় ...
সূর্য শেখায় অস্ত যেতে যেতে।
 
কি জাদুতে শুকনো ডাঁটি, কঞ্চি,
চাকতি, রঙ, গর্ত, আড়াল, সব ...
সম্পদ হয় শিশুর বা তার দলের
কিছু থাকে বার-উঠোনের কোনে,
 
খেলার গন্ডি ঘিরে নামা রাত
পাহারা দেয় বাকি জিনিষগুলো;
দিন বোঝেনা নিষ্প্রাণ নয় ওরা,
খেলার চিহ্ন, বিকেল-জন্ম আশে।

ব্যাঙ্গালোর
৩০.১.২১

 


No comments:

Post a Comment