নৈশ প্রদাহে টান পায় তার নৌকার গুণ
নিজন
বয়সে কশাহত তার ধ্বংসের শোক
প্রাত-সন্দেহে
ক্ষুরধার তার নিরাশার দাঁত
নিত্য কলহে বেগবান তার মমতার বীজ
বেসুরো
কাঁদনে বিকীর্ণ তার রোদের মুকুল
বিমূঢ়
হাসিতে জেরবার তার অপূর্ণ সাধ
শিরার অসুখে সমাহিত তার দীপ্ত ফলন
আত্মপীড়নে
সুবাতাসী তার শিশুদের পথ
দুরূহ
নরকে অভিমান তার জলপ্রপাতের
রিক্ত চলায় যুথ বাঁধে তার গাভিন পশু
ক্ষীণ
সঞ্চয়ে ঋতুবান তার ফিকে জলরঙ
কাজে
উদ্বেগে দুষ্কৃতি এক মিথ্যা প্রেমের
বাকি
দুনিয়ার বেহায়া জেল্লা, সস্তা গগল্স,
বাঁচার
ধুলোয় মুখে কিচকিচ –
অবসান
নেই, নিষ্কৃতি নেই।
১০.১.৯৪
No comments:
Post a Comment