Sunday, October 6, 2024

খাইবারের চাঁদ

যাবে? বড় একা, কিন্তু প্রশ্ন একমাত্র সেটা নয়,
কঠিন হয়েছে ওই চাঁদের আলোয় সভ্যতার
জন্মভাষ্যগুলোয় পৌঁছোনো। রয়েছে কন্দরে গূঢ়
সার্থবাহদের যাওয়া আসায় ওড়া ধুলো সেসব
 
আপাততঃ ঈশ্বরের সবকটি গৃহযুদ্ধক্ষেত্রে 
হারছে মানুষ। কোন দিকে যাবে? আমরাও, ওই
চাঁদের নিঃশ্বাসেরাও তো বাঁটোয়ারায় হারিয়েছি
শতাব্দীর গর্ভস্থ ব্যথার যৌথ উত্তরাধিকার!
 
যদি বসতাম সন্ধ্যায়, ট্রাকচালকদের গানে?
তবুও, তার চেয়ে প্রবল সত্য, জন্ম নেয় চাঁদ।
যে ভালোবাসায় এসেছি আমরা তার বীজধর্মে
পুরোটা ডুবলে টের পাওয়া যায় চাঁদ আমাদের,
উঠছে পার্শ্ববর্তী প্রাচীরের আড়ালে চুপিসাড়ে।
চাঁদই। অবাক বালিকা-মুখ? সে যে মহার্ঘতর!

৪.১০.২৪

No comments:

Post a Comment