Sunday, October 6, 2024

নিশ্চিন্তে

ঈশ্বরেরা তুষ্ট মতি, নিজেদের ভক্তদের কাছে
বিধর্মী-হত্যার ভোগে যা পান তাতেই তুষ্ট হন,
কখনো আশেপাশে চেয়ে বলেন না কুপিত স্বরে,
ওকি! ওর পাতে অতগুলো তাজা শিশুদেহ আর
আমারটায় কটা পিটিয়ে মারা অভুক্ত মজুর?
দিব্যদৃষ্টি জানে দিন সবার আসবে আগেপিছে।
 
আপাততঃ ছোটো জীবনের মিঠে সত্যের সন্ধানে
মেঘলা সকালে রান্নার লোক আসেনি হাঁটা দিই
রেলগেটের কাছে ঠেলায় বুড়ো এখনো গরম
লুচি ভাজে, সঙ্গে আলু-ছোলা; যদিও সে গেট নেই,
হাঁটাপুল, উড়ালপুল ছুঁয়েছে আকাশ; বাজারে
মাঝে মধ্যে মাছউলিরা পালায় গেরুয়া তান্ডবে
 
ঈশ্বরেরা এ জিনিষ খান না তাই নিশ্চিন্তে, হাতে
ঝুলিয়ে ফিরি, নিষিদ্ধ পলিথিনে দুটো জিলিপিও।

৩.১০.২৪

 

No comments:

Post a Comment