কিভাবে
থাকবে কোথাও কোনো খবর যে ট্রেনটা
আমার
দুঃস্বপ্নের শেষে এখনো পড়ে আছে স্থির,
কামরায়
সওয়ারি অনেক; জেগে আছে সারা রাত …
ইঞ্জিনটা
ভেঙে গেছে, সারানোর কাজেই ছিলাম
কিন্তু
তখনি ভেঙেছিল ঘুম আর আশ্চর্য, ওই
একটা
ভাঙা ইঞ্জিন আমাকে ফিরিয়ে এনেছিল
কবিতার
হারিয়ে ফেলা জেদে। শুরু করেছিলাম
নতুন
লোহা তৈরির – গীতি নয় – বিষবাষ্পচর্চা।
অথচ
মাঝে মধ্যেই দিনের আলোয়, আঁধারের
এক পোঁচে
ফোটে হলুদ দরজা ইঞ্জিনের; কাজ
থেমে
আছে আমার অপেক্ষায়, পিছনে কামরার
জানলাগুলোয়
বেরিয়ে সওয়ারিদের ত্রস্ত উদ্বেগ!
কিভাবে
কোথাও থাকবে কোনো খবর যে একটা
পুরো
ট্রেন আটকা পড়ে আছে এক দুঃস্বপ্নে কারো।
২৮.৯.২৪
No comments:
Post a Comment