Sunday, October 13, 2024

ভুবনেশ্বর - ২৩.৮.১১

ফোনটা পকেটে বাজছে – তুমি ডাকছ;
নতুন শহরে মেঘ। 
কী করলে সারাদিন? কিছু খেয়েছ?
নতুন শহরে বৃষ্টি।
ঝাপসা হল কন্ঠস্বর, দূরত্ব;
নতুন শহরে সন্ধ্যা।
ব্যাস্ততার নৈশ-জলছবি,
আরেকবার ফোনটা বাজার অপেক্ষা।

কাল ভোরবেলা ওঠার চেষ্টা করব।
পিছনের গলিপথ দিয়ে পৌঁছোবো আজ দেখা মাঠটায়।
অপেক্ষা করব ফুটবল পায়ে পায়ে কিশোরদের আসার।
তাদের সামনে রেখে পিছনের বিশাল জলমিনারটার ছবি নেব।
আশা করি ছবিটা ভালো হবে।

No comments:

Post a Comment