কথা চলছে অনেকদিন
বন্ধু তন্ময়ের সাথে।
দুদিক
থেকে পৌঁছোবো প্ল্যান করে কোনো
একদিন,
অনেক মুখে শুনবো কেন মুঙ্গেরেও ভালো নেই
বাঙালিরা
বিহারের;
কতটা ভালো আছো মুঙ্গের?
কষ্টহরনির
সন্ধ্যা, সোঝির সন্ধ্যা, শিমুল গাছ,
দেয়ালে কেল্লার?
শুনেছি ওপার থেকে আসা সেতু
বদলে দিয়েছে শহর!
...
যে জ্যোৎস্নার চরাচরে
শমীকে মৃত্যুতে
ফিরে পেয়েছিলেন রবিঠাকুর,
মহাজীবনের সে আলো
কি এক্তিয়ার আমাদের?
বরং সুখেদুঃখে
থাকা বাংলাভোলা পরিবারগুলো
দেখে আসবো
গ্রামাঞ্চলে; ফাউয়ে পাবো হাবেলি
খড়গপুরে
নন্দলাল। সাঁঝে উত্তরমুখী গঙ্গার
সোনার
কাস্তেগুলো বিঁধবে কর্দ্দমপিন্ডে মাথার –
যেন
জন্মান্তরের স্মৃতি শহরটা! আসে গিলতে!
১৯.১০.২৪
No comments:
Post a Comment