“আমি কি ভুলব বেলবিহ্মা, প্রিয় গ্রামটা আমার?”
অগ্রজ-সম হিন্দির কবি হাতড়ান শিশুকাল,
“আপনিই ভুলবেন সেই মহল্লা জক্কনপুর?” …
কথায় ভাবি এসব প্রশ্ন স্মৃতি-বিস্মৃতির নয়
সত্ত্বার সঙ্কল্প এক, বিজাতীয় সময়ে দাঁড়িয়ে।
সত্যিই তো সে মহল্লা যেটা আজ বস্তুত অলীক,
কোন কাজে লাগবে যদি না যোগায় যদ্দিন বাঁচি
এক বঙ্গালির জেদ, নাম হোক জক্কনপুরিয়া,
রোজকার যুদ্ধে প্রাণবন্ত উপস্থিতিতে জাহির,
অথবা মুঠোয় মিষ্টিঝালটক বন্ধুত্ব-রসদ,
বিকেলের ঘাসে বসে শিশুদের সঙ্গে চিবোনোর? …
আপনারো বেলবিহ্মা হোক গ্রাম্য জেদ অফুরান।
৩১.১০.২৩
No comments:
Post a Comment