Wednesday, October 25, 2023

অদ্বিতীয় মাইকেল

মাইকেল মধুকবি? হবেনকি দত্তমহাশয়?
প্রমোটারি মন্দ কিসে? হবে তারও নিষ্পত্তি নিশ্চয়।
গুরুতত্ত্বে, দেহতত্ত্বে আপামর শিক্ষিত সমাজ
ইংরেজির দাস; হিন্দি, প্রাণপথ্য সিঞ্চনে দরাজ!
করো দেখি বিনির্মাণ ভাষাপথ, ধ্বনিপথে আঁকো
সমুদ্রে, শরণার্থীতে বিহঙ্গম গড়ো রিক্ত-সাঁকো।
রূপ নয় অরূপেই তবু ভিন্ন কিছু ধাতু পাবে,
যন্ত্রবৃন্দ করোটিতে রোদকীর্ণ স্থাপত্য জাগাবে।
শঙ্খে লৌহে এ নাবিকীর পূর্ব-এশীয় প্রকৃতি;
বাঁধতে পারো কি কাঁটাতারে সম্ভবের পরিমিতি?
যা হবে, যেভাবে তার প্রতিভাষী, গূঢ় প্রতিধ্বনি
ওই শব্দস্পন্দে যেন লিখে চলে প্রবল সিম্ফনি।
এই উপমহাদ্বীপে স্বাধীনতা স্বদেশবহুল!
তারি পর্বে খুঁজি বাংলা, ভেঙেগড়া, সময়সঙ্কুল।

২৬.১.২০০৫

 


No comments:

Post a Comment