Wednesday, September 3, 2025

গাছ

একটা গাছ পেরুনো মানে যে একটা বিশ্ব পেরুনো 
এ কথাটা কবে যে কে মনে ঢুকিয়েছিল মনে নেই।
আর এও জানি না কথাটার জন্য ধন্যবাদ
কাকে দিতে হতো
গাছ, না আকাশ, না পাখি, না পাশের মানুষটাকে।
 
একটা গাছ পেরুনো একটা জঙ্গল পেরুনো থেকে
অনেক বেশি কঠিন;
জঙ্গল তো বাইরে দিয়ে পেরুনো যায়,
গাছের যেহেতু ভিতরটা অনধিগম্য
তাই বার বলেও কিছু রাখে না,
পেরুতে গেলে তার বিশ্বটাই পেরুতে হয়।
সে বিশ্বও আবার
আমাদেরকে শামিল না করে নয়;
 
                                      পেরুতে গেলেই
দেখি পাতায়-আলোয়,
ডালে-খড়ে-ডিমে,
গেরস্ত পাখিদের কিচিরমিচিরের হাটের
সব কাজ,
ফুলে-ফুলে, ফলে-মূলে
রেণু ও রসের সঞ্চার
নিজের মত হতে দিয়ে   
আমাদেরকে শিকড়ে টেনে বসায়
 
মাঝখানে ঠেলেঠুলে বসে
গল্প হতে তৈরি হয়
আদ্যিকালের রসালো বুড়ি!
আর, সেকি আজকের গল্প?
কখন যেন গাঁটে গাঁটে ব্যথায় টের পাই
শরীরে অবস্মৃত শিকড়গুলো ফুটছে বেরোবার চেষ্টায়
সন্ধ্যে হতে শুরু করলে,
দু-একটা তারা দেখা দিলে আর পেরুনোও যাবে না।
 
২৮.৫.২৫

No comments:

Post a Comment