ফিলিস্তিনি
মানুষ শুনেছি গৃহত্যাগে বাধ্য হলে
জলপাইয়ের
ছোট্টো শাখা রাখে তোরঙ্গের তলে।
আমি
তো বাঙালি ভারতের, আজন্ম ভিনপ্রদেশি!
বিভাজিত
ভাষাভূমি, সেথা গেলে হই পরদেশী …
যা অবস্থা
বলছে দিনকাল – ভাবি সঙ্গে রাখি
আম না
অশ্বত্থ? কোন গাছের ডাল – প্রতীকী?
বরং
তালপাতা ভালো! আছে না শান্তিনিকেতনেও,
গুরুদেব?
বিহারের, পাটনা জেলারই চওড়া
তালপাতার
কদর ছিল ভারতে একসময়!
কবিলেখকেরা
ছন্দে লিখে বাঁধতেন বসুন্ধরা।
তালপাতাই
সরেস। ধারালো, তীক্ষ্ণ! বেশি ঘাঁটালে
অশনি
চোখে, দুর্বৃত্তদের, বিঁধিয়েও দিতে পারি।
এক মাদক
সখ্যে রস জাগায় বৈশাখি সকাল,
রেল-জলাশয়ে
ছায়া ফেলে সর্বদাত্রী বৃক্ষসারি।
৬.৮.২৫
No comments:
Post a Comment