Wednesday, September 3, 2025

আলো

কখনো এমন যদি হয়, লোডশেডিং!
জেনারেটর, ইনভার্টার বন্ধ সব!
রাতটাও অমাবস্যা না হোক মেঘলা,
নতুন গলি ছাপিয়ে উঠেছে পুরোনো!
দেখবে আকাশে সেই ক্লিষ্ট স্নিগ্ধ আলো,
অদৃশ্য কিছু বিপর্যস্ত বেঁচে থাকার, 
 
বাঁচিয়ে রাখার মুখ,
                          আগামি দিনের!
সে বাঁচিয়ে রাখারও ঝড়ঝাপ্টা তুমুল
সারা সন্ধ্যা রিক্সায় শাসানি, অনুনয়,
মেয়ের ফিরে না আসা রাতে কোনদিন,
ঘরে রুগ্ন স্বামী, বাইরে পরপুরুষ।
মৃত্যু এবাড়ি ওবাড়ি তবু সে মায়ের,
 
এবং এম্নি মায়েদের, হেরেও না হারা 
বুকের যুঁইগন্ধ ছড়াবে সে আলোয়।

১.৯.২৫

No comments:

Post a Comment