Wednesday, September 3, 2025

শব্দস্নান

জানি না কে নিজ ভিন্ন অন্য কারো জন্য কিছু লেখে।
আমি তো নিজের জন্য লিখি। সারা দিনে একবার,
যেমন স্নান না করলে অস্বস্তি হয়, প্রায়শ শীতেও
(বোধহয় পাভলভ সাহেবের সেই আবিষ্কার!)
না লিখলে, না শব্দ সাজালে অস্বস্তি হয় জীবন
 
স্বস্তি নিয়ে হবে কি, মহার্ঘ্য কিছু করছ নির্মাণ?
প্রশ্ন ওঠে আকাশ ছাপিয়ে, ছোঁড়ে আশ্চর্য বাস্তবঃ
মানুষের ঘুরে দাঁড়ানোর নিত্য সংগ্রাম আপ্রাণ!
 
এবং আরো বেশি ছোঁড়ে বোমারু ড্রোনের আগমনী।
ফেসবুকে দেখি, শুনি। ভারতের সীমান্তে ক্বচিৎ,
প্রতিদিন অন্য কোনোখানে ওড়ে মৃত্যুবাহী গীতি।
সত্যিটা দেখাতে মরছে তরুণী চিত্র-সাংবাদিক।
 
না-ই হোক সৃষ্টিস্নান, শব্দস্নানে মনের সংহতি,
ফেরাই প্রতিদিন; কেউ বলতে পারো আত্মরতি।     
 
৩.৯.২৫

No comments:

Post a Comment