কিভাবে দিনের পর দিন ফুটফুটে বাচ্চাগুলো
সেলফোনে, মরে যাচ্ছে দেখে যাই, থাকে না খবরে!
ধনিকস্তাবক নাট্য রচে কলগুলো, সমাচারি;
রাজধর্ম, চন্দ্রমুখী প্রম্পটার দেখে পথ করে।
এক চিহ্নিত মারণযজ্ঞে ইতিহাস-মর্ম হয়ে
হে ইহুদিগণ, আজ নিজে হলে আগ্রাসী বর্বর?
ফিলিস্তিন, ফিলিস্তিন আজ সারা বিশ্বের স্বদেশ –
জলপাই পাতা ছুঁয়ে যায় আমাদেরও রক্তস্বর!
সারা পৃথিবীর স্থলেজলে বাড়ে দেশত্যাগী ভিড়!
মাটি চেনে তার শিশু। গাছ, – মেঘ। জল চেনে তীর।
ভাগ করে দিলেই কি মেনে নেবো এটুকু আমার?
ভেদমন্ত্রে লুটযন্ত্র মাটি খায়, ছিন্নমূল ওগরায়।
দেশপ্রেমে জড়াই দু’শো প্রায় দেশ মানুষের,
বাঙালিত্বে যেমন থাকি দুই দেশের দুশ্চিন্তায়।
১৭.৯.২৫
No comments:
Post a Comment