কথাটা
পুরোনো তাও লিখছি বন্ধুরা! সারাক্ষণ
শাসকের
নাট্যে দেশ, সীমাঞ্চলে না করে স্মরণ,
ভিতরটায়
দেখুন! এক মহাযুদ্ধ দিনে রাতে,
যথার্থে
প্রস্তুত করে, দেয় দেশ একেকটি হাতে।
উৎপাদনের
সে মহারণে শহীদও না, আচমকা
মরে
যায় বহু, মরে ন্যায়বিচার পেতেও, খামখা! …
দেশ-পেট
অভিন্ন যাদের, বন্ধু, তারাই সুফলা;
ফুটপাথের
মুচিও দেশেরই সারায় সুকতলা।
উন্নতির
গীতে যাঁরা সন্তানের অপত্য কাড়েন,
মজুরির
হক মারতে ভাতা দিয়ে কল্যাণ ঝাড়েন।
আলাদা
করে বলার কিছু নেই তবুও নাহক,
দেখে
আসছি তো, জয়জওয়ানজয়কিসানও ছক
হয় ভাগের!
লুটেরা যুগে অনৈক্য সোনার হাঁস!
শ্রমিক-কৃষক-সৈনিকের
মিলে হাসে ইতিহাস।
৯.৯.২৫
No comments:
Post a Comment