Friday, March 14, 2025

বাংলামেলা

বাংলামেলার আনন্দ! সে
আনন্দটাও গড়তে হয়।
দিনের পর দিন টাকার
জোগাড় করতে জুতোর ক্ষয়।
 
ব্যানার, স্টিকার, কার্ড ছাপানো;
কাতর ভিক্ষা আড়াল থাকে
স্মরণিকার বিজ্ঞাপনে।
সাহিত্য-স্নান তারই ফাঁকে!
 
লাইটওয়ালাকে বলেছ কি?
ওনাকে ফোন করেছ কি?
আগে বরং চলো দেখি,
রাগ করেছে অমুক নাকি!
 
স্কুল থেকে বাচ্চা টানো
হরেকরকম প্রতিযোগিতায়
আসবে সঙ্গে অভিভাবকও,
ভিড় চাই তো প্যান্ডালটায়!
 
হাতে গোণা স্টলের বাজার
বই, গয়না, খাবার, পেয়।
মানপত্র। ফুড-কুপনের
ঘোষণা বাংলা; হিন্দিতেও।
 
মিডিয়া ডাকতে ভুল না হয়,
দুখের কথাও বলতে হবে
যে হকগুলো পাচ্ছি না তার
পক্ষে থাকার জোর বাড়বে।
 
সবচে বড়ো আনন্দ তো
কাজের মেজাজ সকাল থেকে
ভাষা, কৃষ্টির কর্জে নতুন
টিপসই দিই, শুধবে-টা কে?
 
১০.৩.২৫

 

No comments:

Post a Comment