Saturday, March 15, 2025

নীতীশদার সাথে

কাউকে নিজ-শহর দেখানো স্মৃতির মুসাফিরি
সাবেকী ঘিঞ্জিতে কিছু রাস্তার মাদক ধুপছাঁও,
সন্তানেরা শৈশব পেরুলে হয়েছে অপরিচিত।
মার্চের রোদে প্রত্নতত্ত্বের শীতল গৌরবস্পর্শে,
ননমুহিয়াঁর ভিড়ে বা সিটির রহস্যপথগুলোর
হাতছানিতে কখনো ঢুকি নি এমন উদাসীন।
 
সুপ্রাচীন জননী গঙ্গার দৃপ্তবক্ষ ভরা জল
আগেও পাঠিয়েছিল ফেরত! পার্থিব জীবনের  
গদ্যে ঠেলেছিল, নয়া সেতু স্পর্ধা দিয়েছিল
শহরটাকে নদীর করে নেওয়ার। টইটুম্বুর
লেবুরঙা অপরাহ্ণ পেয়েছিলাম উষ্ণ প্রণয়ে।
আজ নির্বান্ধবে যেটুকু পারি গড়ছি স্বপ্নদর্প;
 
গঙ্গাপথে* হাঁটতে হাঁটতে মোবাইলে রীল বাদে
দৃশ্যের দেয়াল খুঁড়তে হচ্ছিল রোদের পাথরে। 

১৪.৩.২৫
* পাটনার নতুন রিভারড্রাইভ

No comments:

Post a Comment