আমরা
ধরেই নিয়ে থাকি তিনি কবিদের কবি,
তাঁর
কোনো স্থান, খেলাচ্ছল নেই কৈশোরমহলে,
পাড়ার
স্কুলে কবিতা আবৃত্তির প্রতিযোগিতায়।
স্পর্শ
করতে তাঁর ছন্দ ও বিলম্বিত ক্রিয়াপদ
গভীরে
ডুবতে হয় সময়ের ধ্যানে ও সংশয়ে,
জানতে
হয় ভাষাপথে সত্ত্বার নির্মিতি ইত্যাদি! …
এই সব
করে কবিবুদ্ধিজীবীদের বক্তিমের
পরিসরে
তাঁকে আবদ্ধ করেছি মহানাগরিক
আধুনিকতার
মহার্ঘ্য জঞ্জালে।
আমি তো বিহারে
তাও
পাটনা, স্কুল-কলেজে কোনো গল্প আর নেই
বাংলাকবিতা
আবৃত্তির; দীপকদা, দুলালবাবু,
আপনারা
দেখুন না যদি পারেন, রবিঠাকুর,
নজরুল,
সুকান্তের সঙ্গে জীবনানন্দকে নিয়ে
তৈরি
করতে এবছরের নববর্ষ অনুষ্ঠান!
১৭.২.২০২
No comments:
Post a Comment