ভালো থাকার রাস্তাটায়
হাঁটার আনন্দ কখনও ফুরোবে
না।
এই তো
সেদিনও,
বেশি নয়, কয়েকজন,
পায়ে ব্যথা নিয়েও
রোদ্দুরে ঘন্টাভর,
স্লোগান দিতে দিতে
শহরচক্কর!
পথে এক মাসিমার
জুতোর – (শাবাশ!) –
ফিতে খুলে গিয়েছিল,
সবাই দাঁড়ালাম।
হাতের প্ল্যাকার্ডটা কাঁখে
চেপে
তিনি একপাশে দোকানঘরের
সিঁড়িতে গিয়ে জুতো কষলেন।
আমিও তো হাতে মাইক নিয়ে
হারিয়ে ফেললাম হঠাৎ
পরের স্লোগানগুলো; আজকাল
হয়ে যায়।
আরেকজন চট করে এসে
তুলে নিল, মাইকে
মুখ রেখে।
হাজার জটিলতার মধ্যে দেশের
জীবন।
আমরা বার বার বেখেয়ালে
লাইন ভেঙে চললেও,
ছায়াগুলো দেখছিলাম,
প্ল্যাকার্ড, গাছের
পাতা আর ডোবার
জলসহ নাচতে নাচতে
ধরে নিচ্ছে লাইন। ...
৬.৩.২৫
No comments:
Post a Comment