প্ল্যাটফর্ম
ছিল কম, যাত্রী অল্প।
বেঞ্চে
বসে পড়া আশ্চর্য কাহিনী
ফুরোতো
বাষ্প-রাঙানো ভোরে।
কাউন্টারে
নিরুদ্দেশের টিকিট
একা
কি আমিই নিতাম তল্লাটে?
বাইরের
রাতটা কতো সন্ধানী
বাউন্ডুলেমির
ছিল বেসক্যাম্প!
সহেলা
জাগতো, আমোনকরের,
চত্বরে
চায়ের চুমুকে নির্ঘুম …
প্রেমপত্র-টাইপ
কিছু প্রথম
লিখে
বন্ধুকে দেখালাম, সেটাও
স্কুটার
পার্কিঙের ভিড়ে, সন্ধ্যায়।
নদীঘাটায়
যাওয়া আসা থাকলে
জানি
না কেমন হতো বোলচাল।
নদী
তো সুরের ধারাবাহিকতা!
আমিও
গান রবাবে বাঁধতাম …
এজন্মে
তো পাঁজরে মাঝের সা-টা
ব্যস
পাটনা জাংশন! স্মৃতিচর
এক বোবা
শুশুক। যেখানে যাই,
ফেরার
টান বই, – বন্ধুবহুল।
৭.৩.২৫
No comments:
Post a Comment