Sunday, April 7, 2024

দ্বিচারিতাশিল্প

সারাদিন চেষ্টা যাবে কতো অনায়াসে
এক থেকে অন্য মুখে, এবং আরো অন্য!
একবিংশ শতকের লুটতন্ত্রী রাষ্ট্রে,
নাহলে খোয়াবে স্বপ্ন-সাফল্যের অন্ন।

সে সব পুরোনো কাল, গোর্কি নামে কেউ
মুনাফার সভ্যতার গিয়ে পীঠস্থানে
বিভাজিত ব্যক্তিত্বের দেখে ছড়াছড়ি,
বলেছিলো ভিন্নপথ শ্রমজীবী জানে।
 
স্থগিত যুগবদল; দক্ষ দ্বিচারিতা,
শৈল্পিক অনুশীলন! কর্মশালা চলে!
একান্ত রগ ছিঁড়লে, নানাবিধ গুরু
হর্ম্যসৌধে ডাকে, ধর্মকথা বলে!

চতুর্দিকে দেখি, দ্বিচারণে ব্যগ্র মুখ
ধনের যৌনপীড়নে দীপ্ত কামসুখ! 

৮.৪.২৪
 

No comments:

Post a Comment