Saturday, April 20, 2024

অবসাদ

অবসাদের যে কতো রূপ!
কয়েক বছর ধরে দেখছি পুরো পাড়াটার অবসাদ
গলির মুদির দোকানে জিনিষের
দাম হয়ে ঢুকছে!
আবার দেখলাম পাড়ার মন্দিরে
আশার উপদেষ্টা হয়ে বসছে অবসাদ।
চল্লিশ বছর আগে পাড়াটায় বিয়ে হয়ে আসা
অনেক বৃদ্ধার চোখে দেখেছি, সকালে,
মেন লাইনের প্যাসেঞ্জার ট্রেন হয়ে অবসাদ
পেরিয়ে যাচ্ছে পুরোনো মসজিদ, যাযাবর বস্তি।
আকাঙ্খাকে দেখেছিলাম সুন্দরী কিশোরী হয়ে
কোনো নতুন ভাড়াটে বাড়িতে ঢুকতে।
আজকাল তার ফেস-ওয়াশ হয়েছে অবসাদ।
কিছু বয়স্ক পুরুষাঙ্গসমষ্টি
নজরে রাখে তাকে। 
অবসাদ ভালোবাসাও হয় জানি।
কিছু রাত আগে সে আমায় 
আধ-কান্না আধ-সমকামী হয়ে টলতে টলতে
ধাক্কা মেরেছিলো।
এখনো খারাপ লাগে তাকে কাছে টানতে পারিনি।
 
১৯.৪.২৪

No comments:

Post a Comment