Friday, April 12, 2024

আউটপোস্ট

সৈনিক সে!
তাকে ভালোবাসি!
যুদ্ধে এগোতে জানে
নিশ্চয়ই।
তবে তার চেয়ে অনেক
বড় সত্য, সে
শান্তি গড়তে জানে।
 
আটার র‍্যাশন নিয়ে
শিবিরে পৌঁছে
পুরোনো ভাঙা ফিল্ডগানের
গা থেকে খুলে আনে
দুটো স্টিলপ্লেট,
নদির জলে ধুয়ে
আউটপোস্টের পিছনের
পড়ন্ত বেলার দিকে তাকিয়ে
ভাবে,
একটা হল তাওয়া
আরেকটা হল চাকি
ভাঙা পাইপটা হোক
বেলন
দুটো পাথরের ফাঁকে
শুকনো কাঠে-ঘাসে
ধরানো আগুনে
তার রুটিতে ধরে রঙ;
 
ছুটির বেলায়,
\ঝাঁটার দুটো কাঠি দিয়ে
উল বোনে সে!
লড়াইগুলো থামে না;
অনুক্ষণ যোঝার স্পর্ধায়
প্রৌঢ়ত্ব খিলখিলিয়ে ওঠে
রোদে মায়ের ছোঁয়ায়
 
সে জানে, সে একা নয়।
কেউ একা নয়,
কোথাও।
 
ব্যাঙ্গালোর, ২০১৯

No comments:

Post a Comment