জানি এটা ঠিক কবিতা
নয়। মগজের খিল, তা' খুলবো!
ব্যক্তিগত আমায় বলে
নি কেউ – মগটা ছুঁবি না, হাত পাত্!
আম্বেদকরকে এমনকি সহ্য করতে বুক ফাটে ওদের!
ওই যারা পদবী লুকিয়ে
বলে স্মার্ট – আমরা মানিনা জাত!
সমাজটা সোজা নয়; বিদ্যাসাগরী মাটিতেই, তবু স্বতন্ত্র
বিদ্যালয় খুললেন
গুরুচাঁদ! … বুঝেছিলেন রবিঠাকুর!
নবোন্নয়ন কৌলিন্য
খোঁজে, কুলগর্ব, বর্ণভেদ – আম্বানির
লন্ডনে কেল্লার লোভ;
হায়দ্রাবাদে ভেমুলার নিঃশ্বাসে ক্ষুর।
ব্যানারের নিচে দেখে
ভিড়, চৌখস মুখের, গুলিয়েছি দেশ।
দেরিতে পৌঁছেছি তার
কাছে, মিছিলে যার মুখের প্রয়োজন!
কাটিয়েছি একঘেয়েমি
অনেক, ঐক্যগানে, তবু ঘনিয়েছে
জাত-ধনের মৌরসীপাট্টা ধরে রামনামে কম্পানি-শাসন!
……
ভেবেছিলো ঢুকতেই
দেবে না। যোগেন মন্ডলেরা ঢোকালেন।
মুক্তি না হোক, সংবিধানে
তিনি যুদ্ধের কবচ বানালেন।
১২.৪.২০২৪
No comments:
Post a Comment