Friday, March 17, 2023

সৃষ্টিছাড়া

আজ একটু বেরুব।
রাস্তাগুলো সবই তো পুরোনো,
নিজেকেই নতুন করে নেওয়া ছাড়া
উপায় নেই আকাশের ঘড়ির দিকে তাকাবার।
তাও ভালো যে আকাশের
              ঘড়িটা পুরোনো হয় না কোনোদিন।
সে ঘড়ি পুরোনো হলে
সৃষ্টিই যে হত সৃষ্টিছাড়া!
 
তবে মায়ের বকুনি বুকে নিয়ে বলা যায়
সৃষ্টিছাড়াই বিশ্ব কাঁপায় তার দুরন্তপনায়।
মা জানে,
সৃষ্টির উপায় নেই সৃষ্টিছাড়া হওয়ার।
ঘরের ছেলেমেয়েরা হয়।
তাদেরই মুখ চেয়ে তো কক্ষনো
পুরোনো হয় না আকাশের ঘড়ি।
 
বিকেলে বেরুবার সময়
কোনো এক সৃষ্টিছাড়ার কথা আগে ভাবব চৌমাথায়।
তারপর আকাশের ঘড়ির দিকে তাকাব।
জানি, নতুন
এক টুকরো গোলাপি মেঘ সে আমাকে দেবেই।
 
১৮.৩.২৩
 


No comments:

Post a Comment