ধুলোহাওয়ায় ভরা এক দুপুরে
হঠাৎ সে আজ আমায় ডাকল,
পথের ওপার থেকে এগিয়ে এসে
মামলা জেতার খবর শোনাল।
মামলা জেতা তার নিঃস্ব মুখে
দেখলাম এক নিদারূণ পরিহাস
তেরটা বছর তার ন্যায়ের আঁতে
পুষ্ট ভেড়ার মত হজম হল।
মহান এ দেশের ন্যায় যে মহান
নিজের বেতো লাশে সাড় জাগাতে
প্রমাণ দিতে যে সে মদ্দ-জোয়ান
তেরটা বসন্তের শরীর খেল।
শুনি অনেকে হয় বদ্ধ পাগল,
অনেকেই শেষরাতে দড়িতে ঝোলে,
আবার বাঁচার কথা চিন্তা করে
(এই) ন্যায়ের শিকার, এর পিলে জোরালো।
জানিনা বছর তের আগের রাতের
ঘটনায় তার হাত ছিল কিনা।
যারা হল খুন তাদের বাঁচার
দাম তের দিনও কিনা জানি না।
যেদিন এ শহরের পাড়ায়, মোড়ে
ভেসে এসেছিল এক স্বপ্নের ডাক,
বোমার গুলির ধোঁয়া পাতলা হতে
কেউ গেল জেল, কেউ হল পলাতক।
চালাক ছিল যারা খুঁটি নাড়িয়ে
গগলস পরে হল সহমরমী,
বোকা ছিল যারা খুঁটি পেলনা,
মাথায় হাত বোলাল ধর্মযাজক।
দেখি কি আমরা এই আকাশে, পথে
সবচেয়ে বড় জেল খোলা হাওয়ায়,
সমান ন্যায়ের মৌলিক অধিকার
খাটাতে বছর তের সাফ হয়ে যায়।
মহান এ স্বদেশের ন্যায় যে মহান,
(তার) চোথায় যে ধুলো চাটে অনেক জীবন,
একথা বুঝতে, দিয়ে তেরটা বছর,
নিঃস্ব ঘোরে সে আজ দুপুরবেলায়।
২১.৮.৮৩
No comments:
Post a Comment