তোমার হাতেই হাত দশ-জনার।
সংগঠনের ডাকে
টালবাহানার আগে
ভেবো তাদের নাম-ধাম-সংসার।
এগারো দশও হয়, হতেই পারে।
তা’বলে বন্ধুমুখ
হারিয়ে যাবে? অসুখ
ভীড় না হওয়ার চেষ্টাতেই তো সারে!
না যদি আসো, এড়িয়ে যাও,
দুপুরে রোজ সাথে
খাওয়া রুটির স্বাদে,
বুকের তেতো, কষাবে মুখটাও।
না এলে সবাই একটু হারব।
এলে সভার শেষে
ছড়িয়ে রুমাল পেতে
ইয়ারির মুড়ি জম্পেশ করে মাখব।
২৬.৯.৮৫/২৩.৪.২২/২১.৩.২৩
No comments:
Post a Comment