Wednesday, March 22, 2023

কাজলকালো হাসি

এমন কাজলকালো হাসিতে সকাল আজ 
ভরিয়েছিল আকাশ
যেন কালো বাচ্চাটার পিঠেপাছায় সর্ষের
তেল দলেমলে বহুক্ষণ
ঘুরিয়ে নাকে নাক ঘষলো তার মা …

অশত্থের নতুন পাতাগুলোর ফিকেসবুজ
চকচক করছে প্রায় ঠোঁটের নাগালে –
শুকোলে এগুলোরও শিরাজাল 
ডাইরির ফাঁকে বুদ্ধচিহ্ন হবে।

বেলা দশটার ভিড় ঠেলছে স্কুলের মেয়েদের
প্রভাতফেরি মাখানিয়াকুঁয়ায় –
আমিও পিছনে; আজ বিহার দিবস,
ওদিকে খিচুড়ি চেপেছে মধ্যাহ্ন ভোজনের।

ইদানিং বাড়ছে –
যখনি ফিরি এসব মাঝপথে ছেড়ে প্রতিদিন
চিড়বিড় শব্দগুলো অজস্র অযুত 
শিকড় ছেঁড়ার গায়ে-পায়ে,
শুনতে পাই; চাইও হয়ত শুনতে অভিমানে –
কোথায় ছিল এত তন্তুসম্ভার? 

২২.৩.২৩



No comments:

Post a Comment