সামনে খালি জমি অনেকখানি।
আলোকিত কংক্রিট ভরে ধুলো সময় পায়
বড় চক্কর কেটে ওড়ার।
একটা বাস এসে থামে। ভিতরে,
ভিডিও পর্দায়
রাজতন্ত্রের প্রিভি-পার্স বেঁচে থাকে গণতন্ত্রের
উদাত্ত ঢিশুমঢিশুমে এবং 'পথে এসে বাছা'র
বিনোদনী ডাকে
বিয়ের নাচে বদলে যায় উপজাতি ও কৃষক বিদ্রোহ!
পাম্পে মিটারের দ্রুতগতি আভাস দেয় দূরের
পাহাড় পেরিয়ে কতশত মাইল
চাঁদের মাধ্যাকর্ষণ হবে রক্তে।
তারপর আবার আলোকিত কংক্রিট,
মোবিলের দাগ লাগা হিপপকেটে খুচরো ফুর্তি ও
ছোপধরা বাঁচা;
খাজাঞ্চির দেরাজে বয়স্ক নগ্নিকার ক্লান্ত লাস্য।
No comments:
Post a Comment