[দিল্লিতে মিছিলে পুলিশে লড়াইয়ে ব্যারিকেডে উঠে দাঁড়িয়ে এক বুড়ো সাধু চিৎকার করছিল, “দেশটাই ছেড়ে দেব!”]
আমরা মানুষ
থাকিনা সারাজীবন।
কোনোদিন
হয়ে উঠি হয়ত খানিক
একেকদিন
পুরোটা হই, সেদিনের
কবিতা
হয় নিষ্প্রতীক – দর্পণ।
আমরা সারাজীবন
বাঁচিনা সময়।
কোনোদিন
বেঁচে নিই হয়ত নিমেষ,
একেকদিন
পুরোটা বাঁচি, সেদিনের
দর্পণ
ভেঙে মানুষ কবি হয়।
আরেকটি
বর্ষা আসছে; দেখে যাব।
ভিজবে
জলকামান, গ্যাস-শেল, ঘোড়া,
বুকের
চাপে ভাঙা দোমড়ান কর্ডন …
আমাদের,
পুলিসেরো, জখম সারাব।
দেশটাই
ছাড়বে দাদু, জব্বর দিলে!
বাঁচার
রুটিতে খানিক নুন ছড়ালে।
১৯.৪.৯৪
No comments:
Post a Comment