Sunday, March 7, 2021

চলা রোজকার

চলা রোজকার সাবেক পথে, নতুন,
বাঁচার যুদ্ধে নতুন সাথীর হাত ধরে
উড়ালপুলে সুর্য নামে,
স্মৃতির গুল্মে বাতাস শূন্য নীড় গড়ে।

বন্ধুরা মুচকুন্দ রাতের কে কোথায়!
শব্দে কে কী খুঁজছ?
বিশ্বাকাশের গর্ভাধানে দেখি আজও
ভাসে প্লাজমার গুচ্ছ!
……
নতুন সাথীর মনের খোঁজটা রোজকার;
পৌঁছোন তার দূরের পাড়ায়,
ছোট্টো ঘরে দেয়া নেয়া
লতায় ঢাকা পাঁজর,
অশ্রুর জেদি কুড়ুল
দুপুরে, কোনো রোববার!
মনে আছে সেই পাখির পাথর ডিম?
কারো মন সে অঙ্কও চায় কষবার।

বাইরে গমের গন্ধ পাশএর কাব্য ছোঁয়া,
সাদা মেঘগুলো সমন বকেয়া হিসেব চাওয়া। 

১৬.৩.৯৩



No comments:

Post a Comment