Monday, March 1, 2021

সাইকেলের গান


দূরের নেশায় বন, বসত ছেড়ে
সাইকেল আমাদের এগিয়ে যেত।
ক্লান্তি এলে, কালভার্টে
জলের কলধ্বনি ঘুম পাড়াতো।

কত ধুলোপথ এ দেশের
আজও টানে, যেতে হারিয়ে।
আসে হাওয়া উপসাগরের
ঝুরো নুন দিতে মাখিয়ে। 

যদিও পেরিয়ে যাওয়া বসতগুলোর
বাঁচার শিকল-ঘষা কম বুঝতাম,
সুহৃদের ডাকে যারা হাল পুছতো,
মুখেও আনেনি শয়তানদের নাম।

শুধু সাথে যেত আমাদের
তাদের দূরপিয়াসী চোখ;
অপরিচয়ের চায়ে, অন্নে
ভরে দিত আমাদের রোখ।
......

দূরের নেশায় বন, বসত ছেড়ে   
সাইকেল আমাদের এগিয়ে যেত।
ক্লান্তি এলে, কালভার্টে
জলের কলধ্বনি ঘুম পাড়াতো।


 

No comments:

Post a Comment